Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয় দেখিয়ে লাভ নেই মাঠ ছাড়ছি না : ইশরাক

প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ব্যবস্থা : রিটার্নিং কর্মকর্তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয়ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।
অন্যদিকে উৎসাহী হয়ে কেউ প্রার্থীদের প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপির মেয়র প্রার্থী।
বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করে নির্বাচনের মাঠ থেকে সরে যেতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। হুমকিদাতাদের উদ্দেশ্যে করে সাংবাদিকদের সামনে ইশরাক হোসেন বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়ভীতি, অত্যাচার নির্যাতনই করেন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয়ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।

বৈঠক শেষে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে ছাড় দেবে না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, চাপ সৃষ্টি করে লাভ নেই। আমরা কোনোভাবেই ভোটের মাঠ ছেড়ে যাব না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে থাকব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে বংশাল থানা-পুলিশ। এই বিষয়টির সঙ্গে আরেকটি ওয়ার্ডের কাউন্সিলরকে হুমকি দেয়ার অভিযোগ নিয়ে ইশরাক রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করতে আসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত যারা কাউন্সিলর প্রার্থী, তাদের যেন গ্রেফতার করা না হয়। রিটার্নিং কর্মকর্তা তাকে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। তবে ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না তিনি।

ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, বিএনপির মেয়র প্রার্থী দু’জন কাউন্সিলরের বিষয়ে তার কথা মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, সুনির্দিষ্ট মামলায় কারও বিরুদ্ধে পরোয়ানা থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে হয়রানির উদ্দেশ্যে কোনো প্রার্থীকে প্রচারে বাধা দিলে তা হবে অনাকাক্সিক্ষত। এমনটা করতে দেয়া হবে না। অতি উৎসাহী হয়ে কেউ প্রার্থীদের প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।

কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিনের সন্তান বলেছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার পর তার বাবাকে মাহুতটুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম গ্রেফতার করেন। ছয়টি মামলায় জামিন পেয়ে গত ১৪ ডিসেম্বর কারাগার থেকে বের হন বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন। অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলে তাকে তখন জেলগেট থেকেই আবার গ্রেফতার করা হতো। নূর আলম নামের যে পুলিশ কর্মকর্তা তাজউদ্দিনকে আটক করেছেন, তার সঙ্গে ওই ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এম এ মান্নানের ব্যবসায়িক সম্পর্ক আছে। এর আগেও তাজউদ্দিনকে গ্রেফতার করেছিলেন নূর আলম।

নাশকতা ও প্রতারণার দুটি মামলায় তাজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির সাংবাদিকদের বলেন, আদালত থেকে জামিনের কাগজপত্র এখনো থানায় আসেনি।



 

Show all comments
  • Ali Akbar ৪ জানুয়ারি, ২০২০, ১:২৩ এএম says : 0
    ষাট ভাগ সুষ্ঠ ভোট হলেও তাপস পারবে না..
    Total Reply(0) Reply
  • Khaled Ayman ৪ জানুয়ারি, ২০২০, ১:২৪ এএম says : 0
    ইনশাআল্লাহ, সঠিক ভাবে যদি এই নির্বাচনে দাঁড়ানো যায় তাহালে নৌকার প্রার্থী পরাজিত হবে
    Total Reply(0) Reply
  • Salim Sarour ৪ জানুয়ারি, ২০২০, ১:২৪ এএম says : 0
    অভিনন্দন,, নব্য মিডনাইট মেয়র,আতিকুল আর তাপসকে? এত সুন্দর নির্বাচন, পৃথিবীর আর কোথাউ হয়নি? বানিতে সিইসি
    Total Reply(0) Reply
  • Robiul Islam ৪ জানুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
    এর থেকেই শুরু হোক পতনের আনন্দোলন
    Total Reply(0) Reply
  • Md Asaduzzaman Sarker ৪ জানুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
    একজন গেরিলা মুক্তিযুদ্ধার সন্তানের কথা এমনই হয়-
    Total Reply(0) Reply
  • Md Rasel Prodhan ৪ জানুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
    এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
    Total Reply(0) Reply
  • মরিয়ম বিবি ৪ জানুয়ারি, ২০২০, ১:২৬ এএম says : 0
    মাঠে থাকতে পারবেন তবে লাভ হবে না। লাভ হবে ক্ষমতাসীনদের। কারণ তাদের ভোট ডাকাতি জায়েজ হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • ** হতদরিদ্র দিনমজুর কহে ** ৪ জানুয়ারি, ২০২০, ১০:২৪ এএম says : 0
    ভোটারদের ঊৎসাহীত করুন।পোলিংদের কেন্দে অবস্থান করতে বলুন।কেন্দ্র পাহাড়া দিন।সাহসিকতাই চুড়ান্তওপ্রত্যাশিত ফলা ফলের দিকে এগিয়ে নিয়ে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন নির্বাচন

১ ফেব্রুয়ারি, ২০২১
২৮ জানুয়ারি, ২০২১
২৭ জানুয়ারি, ২০২১
২৬ জানুয়ারি, ২০২১
২০ জানুয়ারি, ২০২০
১৮ জানুয়ারি, ২০২০
১৬ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ