রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়েও লেগেছে প্রচন্ড শীত। গত তিনদিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় খেটে খাওয়া লোকজন কাজে না গিয়ে ঘরে বসে সময় কাটাচ্ছে। এদিকে শীতের ফলে ঠান্ডাজনিত কারণে শিশুদের মধ্যে সর্দি-কাশি এবং বৃদ্বদের মধ্যে হাঁপানিসহ নানান রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
কাপ্তাইয়ে দূর্গম পাহাড়ী এলাকার মংসি মারমা, সুছাতং চাকমা বলেন, পাহাড়ে গত তিনদিন ধরে সূর্যের দেখা নেই। এলাকায় প্রচন্ড শীতের প্রকোপ বেড়েছে। পাশাপাশি ছোট ও বৃদ্বদের রোগ বেড়ে চলেছে। প্রতিদিন পাহাড়ের খড়কুটা ও গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতেছি। লোকমান আহমেদ, ইউসুফ, জাকির হোসেন জানান, শীতে কাজ কর্মে যাওয়া হচ্ছে না। দিনদিন শীত বাড়ছে পাশাপাশি গুড়িগুড়ি বৃষ্ঠি হচ্ছে। সরকারি বেসরকারি ভাবে শীতার্তদের পাশে দাঁড়ানো দরকার বলে মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।