রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বর্ণাঢ্য আয়োজনের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর গভর্নর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর চীফ কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব এবং ডিস্ট্রিটকো-অর্ডিনেটর লায়ন ড. মো. বশির উল্লাহ পিএমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সভাপতি লায়ন মো. গোলাম মোস্তফা মহব্বত।
পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন পিএমজেএফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাংবাদিক আমিনুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারি অধ্যাপক মো. ফারুক আহমেদ ও সহকারি শিক্ষিকা বিলকিছ বানু। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইশামনি ও তার দল দলীয় সংগীত এবং ইশামনি এককভাবে নৃত্য পরিবেশন করে। সবশেষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।