রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
৮০ হাজার আমেরিকান ডলারসহ দুই যুবককে গ্রেফতার করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে নাটোর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত দুই যুবক হচ্ছে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানাধীন আলমপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মঈন উদ্দিন (২৭) এবং মৃত ফরিদ আহমেদের ছেলে রাসেল মিয়া ( ২৫)। গত বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ৩১ ডিসেম্বর ভারত গমন করে ঐ দু’জন বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় তল্লাশী করে ঐ দু’জনের পায়ের সেন্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০০ ডলারের আট হাজারের নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮০ হাজার ডলারের আর্থিক মূল্যমান বাংলাদেশী মুদ্রায় ৬৭ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দু’জন আর্থিক মূল্যমান বেশি হওয়ায় বাংলাদেশ থেকে ইউরো নিয়ে ভারতে এবং ভারত থেকে ডলার নিয়ে বাংলাদেশে টাকায় রুপান্তর করে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।