Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রমাণ করতে আবারো নির্বাচনে বিএনপি

সমাবেশে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম | আপডেট : ১২:০৫ এএম, ২ জানুয়ারি, ২০২০

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না প্রমাণ করতেই বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন আপনারা নির্বাচনে কেনো গেলেন? ২০১৪ সালের নির্বাচনে যাইনি তখন আমাদেরকে বলেছিলেন যে, নির্বাচনে যাইনি ভুল করেছেন। ’১৪ সালের নির্বাচনে না যাওয়াটা প্রমাণ করার জন্যই আমরা ২০১৮ সালে নির্বাচনে গেছি, আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না তা প্রমাণ করার জন্য গেছি। আজকেও প্রশ্ন এসেছে যে, আপনারা সিটি করপোরেশনের নির্বাচনে গেছেন কেনো? ওই একই কথা বলতে চাই, নির্বাচনে এজন্য যাচ্ছি যে, এই কথা বার বার প্রমাণ করার জন্য যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
গতকাল (বুধবার) দুপুরে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন নিজেরাই বলে যে, আমরা পারিনি, প্রধান নির্বাচন কমিশনারের কথা-আমরা পারিনি। আরেকজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার পরিষ্কারই বলেই দিয়েছেন এই নির্বাচন কমিশন যোগ্য নয়, সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য। আমি বলতে যে, এই নির্বাচন কমিশনকে সরাতে হবে, এই সরকারকে সরাতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে।

৯০ ভাগ লোক এই সরকারকে চায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আজকে উনারা (সরকার) অনেক কথা বলে। ওই বন্দুক দিয়ে, পিস্তল দিয়ে গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে। জনগণের সরকার তো তারা নয়, জনগণ তাদের ভোট দেয়নি। রাস্তার মধ্যে ১০০ জন লোককে জিজ্ঞাসা করুন, ৯০ জনই বলবে এই সরকারকে আমরা চাই না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব আসুন আপনার ওই পুলিশ-টুলিশ বাদ দিয়ে দেখুন মানুষ কী বলে? দেখুন দেয়ালের ভাষা কী লেখা আছে।
ছাত্রদলকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আন্দোলনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের উচিত ছাত্রদের সমস্যা নিয়ে আন্দোলন করা, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিট গড়ে তোলা, সংগঠন গড়ে তোলা এবং ছাত্রদের সমস্যা নিয়ে সামনে আসা।

তিনি বলেন, আজকে ডাকসুর ভিপি নুরকে (নুরুল হক নূর) যখন মারে, তাকে যখন শুয়ে দেয়, তোমাদেরকে (ছাত্র দলের নেতা-কর্মী) যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিগৃহীত করে, তোমাদেরকে যখন আঘাত করে তখন তোমাদের জেগে উঠতে হবে, প্রতিরোধ করে দাঁড়াতে হবে। প্রতিরোধ ছাড়া বিজয় অর্জন করা সম্ভব হয় না। আজকে বিএনপির প্রয়োজনে নয়, শুধু বেগম খালেদা জিয়ার প্রয়োজনে নয়, তারেক রহমান সাহেবের প্রয়োজনে নয়, বাংলাদেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রয়োজনে উঠে দাঁড়াতে হবে। গোটা বাংলাদেশে মানুষকে জেগে উঠতে হবে বাংলাদেশের রাষ্ট্রকে রক্ষা করার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিয়েছে ভবিষ্যৎ।’ তোমাদের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ, দেশের ১৬ কোটি মানুষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই জেলখানায় মধ্য থেকে আর দূরে হাজার মাইল দূরে তারেক রহমান।

ভারতের আইনের বিরুদ্ধে ছাত্ররাই বিক্ষোভে নেমেছে মন্তব্য করে তিনি বলেন, ভারত একটা বৈষম্যমূলক আইন করেছে, যে আইনের মধ্যে ধর্মীয় বৈষম্য রয়েছে। সেই আইনের বিরুদ্ধে ভারতে আজকে বিদ্রোহ দেখা দিয়েছে। কারা প্রথম বেরিয়েছে? ছাত্ররা। আজকে গোটা ভারতবর্ষে সমস্ত ছাত্ররা তাদের সেই আইনের বিরুদ্ধে নেমে পড়েছে। আজকে হংকংয়ে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, কারা করছে- ছাত্ররা করছে। এদেশে কোনো কিছুই সম্ভব হয়নি ছাত্রদের অগ্রণী ভূমিকা ছাড়া। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিলো, নব্বইয়ের আন্দোলনের পর সব ছাত্র নেতারা চলে গিয়েছিলেন গ্রামে-গঞ্জে, গিয়ে সমস্ত মানুষকে সংগঠিত ধানের শীষে ভোট দিয়েছিলো বলেই বিএনপি জিতেছে। সমাবেশে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এছাড়া বেলা সোয়া ১২টার দিকে ইনস্টিটিউটের গেইটের সামনে দুইটি ককটেলও বিস্ফোরণ হয়।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সাবেক ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • ** হতদরিদ্র দিনমজুর কহে ** ২ জানুয়ারি, ২০২০, ৮:২৩ এএম says : 0
    আসলে বুঝিনা আপনাদের রাজনীতি? নির্বাচন সুষ্ঠ হবেনা যেনে ও নির্বাচন করছেন প্রমান করার জন্য।এর মানে হচ্ছ, কুল ও রাখবেন শ্যাম ও রাখবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ