Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

গ্রাম থেকে শহরে নতুন বইয়ের গন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পৌষের শীতে কুয়াশা চিরে মিষ্টি রোদের হাসি। ঘর ছেড়ে স্কুলে ছুেটছে যায় শিক্ষার্থীরা। চোখে মুখে নতুন বছরে নতুন ক্লাসে ওঠার আনন্দ। তার সাথে যোগ হয়েছে নতুন বই পাওয়ার খুশি। এই খুশি যেন কোনভাবেই বাঁধ মানতে চায় না শিক্ষার্থীদের। তাই তো নতুন ক্লাসের নতুন বই, নতুন নতুন গন্ধ ও মুখে হাসি। বই হাতে পেয়েই যেনো উচ্ছ্বাসে মেতে ওঠেছে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। বই পেয়ে কেউ পড়তে চায় গল্প, কেউবা পরিকল্পনা করছে মলাট লাগানোর। শিশু শিক্ষার্থীদের তর সইছেনা বাবা-মাকে বই দেখানোর। বছরের প্রথম দিনে গতকাল (বুধবার) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল এরকমই দৃশ্য। বরাবরের মতো এবারও ইংরেজি বছরের প্রথমদিনে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র এমনই; সারা দেশ মেতেছে বই উৎসবে।

এদিন সকালে কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের এবং সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই উৎসবের উদ্বোধন করা হয়। দেশের সব স্কুলে এই উৎসবের মধ্য দিয়ে চার কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৫৮ ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই। পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য তাদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের বই এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল বইও রয়েছে এর মধ্যে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন।
বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে বেলুন উড়িয়ে প্রাথমিক ও প্রাক প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শিক্ষার্থীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। দক্ষ মানব সম্পদ তৈরি করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আর শিক্ষার মূল ভিত্তি হল প্রাথমিক শিক্ষা। তিনি বলেন, ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই উন্নত বাংলাদেশের সুফল ভোগ করবে এই শিক্ষার্থীরা। আগামী দিনে এই শিক্ষার্থীরা জাতিগঠন, দেশগঠনে নেতৃত্ব দিবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আমি তোমাদের অনুরোধ করব ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। যাতে করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলা গড়তে পারি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, শিরিন আক্তার এমপি, নজরুল ইসলাম এমপি, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

অধরচন্দ্র স্কুলের পাঠ্যপুস্তক উৎসবের সূচনা হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশ যে সোনার বাংলার স্বপ্ন দেখে, আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে পথ, সেখানে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয় আমাদের শিক্ষা। সেই শিক্ষার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। দীপু মনি বলেন, গত দশ বছরে মোট ৪৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থীর হাতে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯টি বই তুলে দেওয়া হয়েছে। আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার জন্য আমরা আরো বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি। আমরা যুগপোযুগী পাঠ্যবই প্রণয়ন করছি। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি, যাতে শিক্ষার্থীদের উপরে পরীক্ষার চাপ কমানো যায়, শিক্ষাকে আনন্দময় করা যায়।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তুমি স্বপ্ন দেখবে, তোমার সকলে স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তোমরা পরিশ্রম করবে, মনোযোগী হবে, পড়াশোনার দিকে মন দিবে, মনোযোগ দিয়ে পড়বে। দেশকে জানার জন্য তোমরা সব সময় সচেতন থাকবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সহিংসতা থেকে নিজেদেরকে দূরে রাখবে। গুজবে কান দেবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তোমরা দায়িত্বশীল হবে, আমরা চাই তোমরা সবাই ভালো মানুষ হবে।

সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে শেখার দিকে আরও মনোযোগ দিতে বলেন দীপু মনি। তিনি বলেন, শুধু আমরা জিপিএ-৫, জিপিএ-৫ এই উন্মাদনার পেছনে যেন না ছুটি। আমার যা পড়ার আছে তা আমি পড়ব, শিখব, চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী ভালো করতে। কিন্তু আমাকে জিপিএ-৫ পেতেই হবে এজন্য আমি পড়াশোনা ছাড়া কিছুই করব না, শরীর চর্চায় সময় দিব না, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেব না, তাহলে হবে না। সবকিছু মিলিয়েই একজন পরিপূর্ণ মানুষ আমাদের হতে হবে। মানবিকতা, সততা, পরমতসহিষ্ণুতা, পরিচ্ছন্নতা, সহমর্মিতা ও দেশপ্রেমের বিষয়গুলো শিক্ষার্থীদের আত্মস্থ করতে বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমাদের বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন, সেই সোনার মানুষ এর মধ্য দিয়েই আমরা তৈরি করতে পারব, তাদের হাতেই তৈরি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

এসময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, কারিগরি মাদরাসা শিক্ষা বোর্ডের সচিব মুন্সী সাহাবুদ্দিন আহম্মেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠানের আগে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। শিক্ষক-অভিভাবকরাও যোগ দেন এই উৎসবে।

চট্টগ্রাম : চট্টগ্রামে অংকুর সোসাইটি স্কুলে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে। গতকাল নগরীর আইস ফ্যাক্টরী রোডের পিটিআই অডিটরিয়ামে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এবং ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বই উৎসবের উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রাথমিক পর্যায়ে মোট ৪৮ লাখ ১৪ হাজার ২০৪টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, নগরীর ও জেলার ২ হাজার ৬৬টি মাধ্যমিক পর্যায়ের (মাদ্রাসাসহ) শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৭১৬টি বই বিতরণ করা হয়। এদিকে ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় মাদরাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রাজশাহী : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের আয়োজনে নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পাঠ্যপুস্তবক উৎসবের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ ও রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। এদিকে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হাকের সভাপতিত্বে উক্ত স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা।
যশোর : নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ¡সিত যশোরের শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন বই উৎসবে জেলায় ৫৮ লাখ ৬৩ হাজার ৮৯৮ পিস বই বিতরণ করা হয়েছে।গতকাল সকাল ৯টায় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে এ বই উৎসবের সূচনা করেন। এ বছর প্রাথমিক বিদ্যালয়ে ১৪ লাখ ৫৫ হাজার ৭৫টি এবং মাধ্যমিক পর্যায়ে ৪৪ লাখ ৮ হাজার ৮২৩টি বই বিতরণ করা হয়েছে।

বরিশাল : বরিশাল জেলা স্কুলে বেলুন-ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদও আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বরিশাল বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ ছাত্রছাত্রীর মধ্যে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১কপি বই বিতরন করা হয়েছে বুধবার ।

ময়মনসিংহ : বিভাগীয় পর্যায়ে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। বুধবার সকালে মযমনসিংহ জিলাস্কুল মাঠে এক আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভাগীয় পরিচালক অধ্যাপক মো. আজহারুল হক প্রমূখ। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে এবং জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেছেন।
সাভার : সাভারে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার জন্য আমরা আরো বহুমুখী কার্যক্রম গ্রহন করেছি। আমরা যুগপোযুগী পাঠ্যবই প্রনোয়ন করছি। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি। সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব ২০২০’ উেেদ্বাধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বামনা(বরগুনা) : বরগুনার বামনায় বই বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও উপজেলা নিবার্হী অফিসার সাবরিনা সুলতানা।
বড়াইগ্রাম (নাটোর) : রাজাপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ইউএনও আনোয়ার পারভেজ ।

ভোলা : ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ,নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, প্রমুখ।
বিরল (দিনাজপুর) : উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।
বোয়ালমারী (ফরিদপুর) : নতুন বছরের প্রথম দিনে তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।
বোদা (পঞ্চগড়) : বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিক ভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।
ব্রাহ্মণবাড়িয়া : উপজেলার সাদেকপুর ইউনিয়নের তারুয়া গ্রামে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন গ্রীন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির।

দৌলতখান(ভোলা) দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোবধন করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।
দৌলতপুর (কুষ্টিয়া) : দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ, কা, ম সরওয়ার জাহান বাদশা।
দিরাই : দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
গাজীপুর : গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ।
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) : পৌর সদরের বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
ঝালকাঠি : ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
কমলগঞ্জ : কমলগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদেরর সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি।
লালপুর (নাটোর) : উপজেলার লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে ২০২০ শিক্ষা বর্ষের নতুন বই তুলে দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
উত্তর(চাঁদপুর) : নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আলহাজ¦ নূরুল আমিন রুহুল এমপি।
নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটের উরুক চাইলে উদয়ন স্কুলের আয়োজনে প্রধান শিক্ষক অরবিন্দ দাস লিটনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট কারগরি ও বাণিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদার। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা নেছারাবাদ (পিরোজপুর) : নেছারাবাদে ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক স্বপন দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার মো.রিয়াজ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত,আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ।
মধুখালী (ফরিদপুর) : শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নাজির হোসেন মৃধার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গৌতম দাসের সঞ্চালনায় জাতীয় বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উৎসবের উদ্বোধন করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠান প্ররিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো.মোতালেব হোসেন মৃধা।

নীলফামারী : প্রাথমিক পর্যায়ে নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক পর্যায়ে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করনে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গনি প্রমূখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
সৈয়দপুর (নীলফামারী) : রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তুক তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও ইছাপুরা প্রাথমিক বিদ্যালয়ে সকালে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
তেতুলিয়া : উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পঞ্চগড়-১আসনের সাংসদ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর হাতে ২০২০ সালের নতুন বই তুলে দেন।
রামগড় (খাগড়াছড়ি) : বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।
নেত্রকোনা : নেত্রকোনার ঐহিত্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান থান শেফালী।

নবাবগঞ্জ (দিনাজপুর) : নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপুস্তক বিতরন করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন বইয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ