প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একটা সময় নাটকে নিয়মিত দেখা যেত অভিনেত্রী তানিয়া আহমেদকে। এখন আর তাকে আগের মতো অভিনয়ে দেখা যায় না। তবে অভিনয় কমিয়ে দিলেও নাটকের মান নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ সময়ের নাটকের গল্প দেখলে কাজ করার ইচ্ছা জাগে না। আগে প্রত্যেক নাটকে দর্শক একটা মেসেজ পেতো। এখন নাটকের গল্পের শুরু এবং শেষে কী হয় কিছু বোঝা যায় না। তিনি বলেন, নায়ক-নায়িকা নির্ভর নাটকে তো প্রেম ভালোবাসার বাইরে দর্শক নতুন কিছু দেখে না। নতুন বছরে আমাদের নাটকে একটা পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। এ নিয়ে নির্মাতাদের ভাবতে হবে। এর জন্য নির্মাতা ও অভিনয় শিল্পী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তানিয়া এখন আম্মা শিরোনামের একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। অন্যদিকে গাজী টিভিতে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় আজকের অনন্যা শিরোনামের একটি অনুষ্ঠান। এটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।