পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না। শিক্ষার্থীদের জিম্মি করে, শিক্ষাজীবন বাধাগ্রস্ত করে কোনো প্রকার আন্দোলন কর্মসূচি সরকার মেনে নেবে না।
বুধবার দুপুরে সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কোনো কর্মসূচি না দেয়ার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সেটি খতিয়ে দেখা হবে বলে।
এসময় দীপু মনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় কোনো দাবি-দাওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষা বিষয়ে বর্তমান সরকার সবসময় গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কোনো দাবি-দাওয়া থাকলে সেটি সরকারকে জানাতে হবে। যদি যুক্তিসঙ্গত হয় তবে সেগুলো বিবেচনায় নিয়ে দেখা হবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানসম্পন্ন শিক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার। ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে এটাই আমাদের মূল লক্ষ্য। বিশ্ব তথ্য-প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, তাই আমরাও এদিকে অধিকতর জোর দিচ্ছি।
জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।