Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ মোয়াজ্জেম আলীর জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০৬ পিএম

সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সদ্য বিদায়ী পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক প্রমুখ।

পরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পক্ষ থেকে তার লাশে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোয়াজ্জেম আলীকে।

মরহুম এই হাইকমিশনারের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার অসামান্য অবদান অবিস্মরণীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানাজা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ