পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পেঁয়াজ মজুদ মামলায় ফেনীর ব্যবসায়ী মইন উদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট। তার আবেদনটি উত্থাপিত হয়নি-মর্মে খারিজ করে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রইসউদ্দিন এবং বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মইনউদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। জামিনের বিরোধিতা করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে মাহবুবে আলম বলেন, এ বছরের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল পেঁয়াজ। এই পেঁয়াজকে কেন্দ্র করে সরকারের মেগাপ্রকল্পসহ সব বড় অর্জন ¤øান হওয়ার উপক্রম হয়েছে। তাই মজুতের অভিযুক্ত এই আসামিকে জামিন দিলে অন্যরাও উৎসাহিত হবে। এ কারণেই চার্জসিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আসামিকে জামিন দেয়া উচিত হবে না। আসামির আইনজীবী পরে আবেদন উত্থাপিত হয়নি মর্মে- ফেরত নেন।
প্রসঙ্গত: ব্যবসায়ী মইন উদ্দিন ৪২ বস্তা পেঁয়াজ কিনে মজুত করেন। এর পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪শ’ কেজি। ওই ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেফতার করে। পরে তিনি অন্তর্বর্তীকালিন জামিন চান হাইকোর্টে। তবে হাইকোর্ট তাকে জামিন না দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন। এরই ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত কারাগারে পাঠান। কারাবন্দী মাইনুদ্দিন ফের জামিন চাইলে গতকাল সেটিও নাকচ করে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।