Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে বাবার অভিযোগে পুত্রের কারাদণ্ড

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদতা : নীলফামারীতে বাবার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত মাদকাসক্ত ছেলে হলেন, রাশেদ খান ওরফে পাখি (২২)। সে জেলার ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের জোবায়দুল ইসলামের ছেলে।
জানা যায়, মাদকাসক্ত রাশেদ খান বাড়িতে প্রায় মাদক ক্রয়ের টাকার জন্য নানা রকম অত্যাচার করত। এ অবস্থায় নিরূপায় বাবা পুলিশে অভিযোগ করেন। বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাতে রাশেদকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ। পরে তাকে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা প্রদান করেন। আজ সোমবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ