প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অমিত হাসান। তিনি আতিকুর রহমান লিটনকে হারিয়ে সভাপতি হয়েছেন। অমিত হাসানের প্রাপ্ত ভোট ২৪২। এছাড়া কার্যকরি পরিষদের সদস্য পদে চিত্রনায়িকা পপি, রত্মা এবং অমিত হাসানের পুরো প্যানেল জয়লাভ করেছে। গত সোমবার এফডিসিতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে বিএফডিসি প্রাঙ্গণ পরিণত হয় তারকাদের মিলনমেলায়। দুপুর ২টা থেকে শুরু হয় নির্বাচন চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। মধ্য রাতে ফল ঘোষণা করা হয়। এক বছর মেয়াদি এই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে রশিদুল আমিন হলি, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, অপূর্ব রায়, আবদুল্লাহ জেয়াদ, নজরুল ইসলাম, ওমর সানি, সাদিকা পারভীন পপি, রত্মা কবির, শাখাওয়াতসহ ১৯ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। অমিত হাসান বলেন, এর আগে ফিল্ম ক্লাবে পাঁচবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। এবার সবার ভালোবাসার কারণে প্রথম সভাপতি নির্বাচিত হলাম। আমি চেষ্টা করবো সবার বিশ্বাসের মর্যাদা দিতে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রযোজক মেহেদী হাসান সিদ্দিকী মনির। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্প-সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এই প্রতিষ্ঠানটির সঙ্গে স¤পৃক্ত আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।