Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও আরজে হিসেবে আসছেন পড়শী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী পড়শী অবারও রেডিও জকির ভূমিকায় আসছেন। নতুন বছরের শুরু থেকেই মাইক্রোফোন হাতে সরাসরি শ্রোতাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। রেডিও ক্যাপিটাল এফএম (৯৪.৮)-এ তিনি এ অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে, পড়শী অন দ্য মাইক। প্রতি শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা গল্প করবেন বলে জানান পড়শী। ইতোমধ্যে ক্যাপিটাল এফএমের সঙ্গে দুই বছরের জন্য একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। পড়শী বলেন, আরজে প্রফেশনটা আমার কাছে অন্যরকম একটি ভালো লাগার কাজ। কাজটি আমি আগেও করেছি। একজন আরজে শ্রোতাদের সঙ্গে কল্পনা করে কথা বলছেন। বিষয়টি দারুণ লাগে। আমার মনে হয় এটি একটি ঘোরের জগৎ। এবারের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আমি আমার ভক্ত শ্রোতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মজার মজার গেম শো নিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি। আমার মনে হয় শ্রোতাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে। পড়শী জানান, ৩ জানুয়ারি থেকে অনুষ্ঠানটি শুরু হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে জাগো এফএম-এর পড়শী নাইটস: অন্যরকম ফিলিংস নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে আরজে হিসেবে আত্মপ্রকাশ করেন পড়শী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ