Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে আমন সংগ্রহ উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি মওসুমে সরকারি খাদ্যগুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ওসি এলএসডি মুহাম্মদ বাবলু মিয়া প্রমুখ।
২০১৯-২০ অর্থবছরে অভ্যন্তরীণ আমন ধান এক হাজার ৫৮১ মে. টন ও চাল ৪১২ মে. টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে তালিকাভূক্ত কৃষকদের কাছ থেকে এসব ক্রয় করা হবে। গত সোমবার কৃষক হাসেন আলী শেখের কাছ থেকে ২০ মণ ধান ক্রয়ের মাধ্যমে উদ্বোধন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ