রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের উদ্যোগে ১ হাজার অসহায়, দুস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে শহরের উপকন্ঠে ঢেলাপীর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি থেকে শীতবস্ত্র শীতার্তদের হাতে তুলে দেন। এতে স্বাগত বক্তব্য দেন নীলফামারীর সৈয়দপুরের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া, পৌর কাউন্সলির মো. শাহিন হোসেন, সৈয়দপুর আ.লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল ও সাধারণ সম্পাদক এম এ করিম মিস্টার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌর এলাকার ১ হাজার অসহায়, দুস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও কম্বল নিতে আসা শীতার্তদের মিষ্টিমুখ করানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।