Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় সুন্দরবন সংলগ্ন ৫টি করাত কল বন্ধ

শরণখোলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ৩:১৩ পিএম

বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় অবৈধভাবে স্থাপন করা ৫টি করাত কল বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সরদার মোস্তফা শাহিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় করাত কলের ৫টি করাত ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়।
বন্ধ করে দেওয়া করাত কল মালিকরা হচ্ছেন, বকুলতলা গ্রামের মোঃ শামসুল হক মাষ্টার, মোঃ নুরুল হক আড়ৎদার, মোঃ গনি হাওলাদার এবং তাফালবাড়ি বাজারের মোঃ আলাউল ইসলাম সেলিম ও মোঃ ফারুক হোসেন। এদের নামে মামলা দায়ের করা হবে বলে বন বিভাগ জানায়।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, সুন্দরবন থেকে ১০ কিলোমিটার লোকালয়ের মধ্যে কোন প্রকার মিল ও কল-কারখানা স্থাপনের বিধি নিষেধ রয়েছে। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি বেআইন ভাবে সুন্দরবন সংলগ্ন বকুলতলা ও তাফালবাড়ি বাজার এলাকায় করাত কল স্থাপন করে গাছ চেরাই করে আসছিল। উপজেলা প্রশাসনের সহযোগীতায় যৌথ অভিযান চালিয়ে সেগুলি বন্ধ করে দেয়া হয়েছে। এসময় করাত সহ বিভিন্ন প্রকারের গাছের গুড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে ২০১২সালের করাত কল আইনে মামলা দায়ের করা হবে।
উপজেরা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা যে সকল করাত কল রয়েছে পর্যায়ক্রমে তা বন্ধ করে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ