Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদলের নেতৃত্বেই গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে এবং দেশনেত্রী মুক্তি পাবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৮ পিএম | আপডেট : ১:০৯ পিএম, ৩১ ডিসেম্বর, ২০১৯

‘নতুন বছরে নতুন করে ভাবতে চান। নতুন করে স্বপ্ন দেখতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশে অতীতের মতো ছাত্রদলের নেতৃত্বেই গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে এবং দেশনেত্রী মুক্তি পাবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শের-ই বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত বছর ছিল গণতন্ত্র হত্যার বছর। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতন্ত্রকে ততবার হত্যা করেছে। এই বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তারা লাঞ্ছিত হয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে।

ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়-অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে জামিনেরও সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা জানি নেলসন ম্যান্ডেলাসহ অনেক নেতাই দীর্ঘ সময় কারাগারে ছিলেন। তাদের সেই কারাগারে থাকা ব্যর্থ হয় না। দেশনেত্রীর মুক্তির মধ্যে দিয়ে এ জাতি আবার ঘুরে দাঁড়াবে।

এসময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীসহ ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ