Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার নিজেদের অযোগ্যতা ঢাকতেই জুলুমের পথ বেছে নিয়েছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৪ এএম | আপডেট : ১২:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর, ২০১৯

‘সবদিক দিয়ে ব্যর্থ আওয়ামী সরকার নিজেদের অযোগ্যতা ঢাকতেই জুলুমের পথ বেছে নিয়েছে। এরা প্রতিবাদকে ভয় পায়, কারণ এরা গণতন্ত্রের শত্রুপক্ষ। সুতরাং সারাদেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিকে সাহসের সঙ্গে এগিয়ে আসার কোনও বিকল্প নেই।’- বাম গণতান্ত্রিক জোটের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘এই হামলা দুঃশাসনের একটি কালো নজির। এরা বিবেকশূন্য। তাই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্দয় জুলুম উৎপীড়ন অব্যাহত রেখেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যালট বাক্স পূর্ণ করে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কবর রচনা করে আওয়ামী সরকার।

মির্জা ফখরুল বলেন, এটি এক কাণ্ডজ্ঞানহীন উন্মত্ততা। অবৈধ সরকারের শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিবেক বিসর্জন দিয়ে রক্ত ঝরানোর আনন্দেই মেতে আছে। বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলায় আবারও প্রমাণিত হলো-আওয়ামী সরকার রক্তাক্ত পথেই ক্ষমতায় টিকে থাকতে চায়। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারকে বিপন্ন করা এবং রক্তপাতের পথই হলো আওয়ামী লীগের ঐতিহ্য।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর মৎস্যভবন এলাকায় ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বামজোটের নেতারা। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে জোট নেতা সাইফুল হক, জোনায়েদ সাকিসহ অনেকে আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ