Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির আজ অন্তর জ্বালা দিবস: হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১০:০৩ পিএম

৩০ ডিসেম্বর বিএনপির কালো দিবস নয়; অন্তর্জালা দিবস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনে পরাজিত হয়ে আজকের দিনকে তারা মনের জ্বালা দিবস হিসেবে পালন করেছে। মনের জ্বালায় তারা আবোল তাবোল বকছে।’

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

হানিফ বলেন, ‘আজকে তাদের অন্তর জ্বালা দিবস। এই অন্তর জ্বালা শুরু হয়েছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকেই। ৭১ সালে পরাজিত পাকিস্তানের প্রেত্মাতাদের আজকে গাত্রদাহ হচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্র সংজ্ঞা দেন; আপনাদের (বিএনপি) মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’

তিনি বলেন, ‘৭৫-এর পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার করেননি। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন। ইনডিমিনিটি আইন জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন এটা কি গণতন্ত্র? কোন মুখে গণতন্ত্রের দোহাই দেন। একুশে আগস্ট গ্রেনেড হামলা কি গণতন্ত্র? বোমা মেরে মানুষ মারা কি গণতন্ত্র? গণতন্ত্রের সংজ্ঞা দেন?’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রের নামে বিএনপি-জামায়াত অশুভ শক্তি, জনগণকে বিভ্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাশত করবে না, দেশের জনগণ বরদাস্ত করবে না।’

দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।



 

Show all comments
  • ** হতদরিদ্র দিনমজুর কহে ** ৩১ ডিসেম্বর, ২০১৯, ৭:০৫ এএম says : 0
    গত বছর এই দিনের নির্বাচনে কি ঘটে ছিলো।আমি সে বিষয় বলতে চাইনা।সামনের দিনগুলি হোক আমাদের সকলের।২০২০ স্বাগতম।তুমি এসো আমাদের সকলের জন্য মংঙল বার্তা নিয়ে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ