রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরবনের জেলে-বাওয়ালীদের নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ তিন জলদস্যুকে আটক করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩টি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন সাতক্ষীরা ক্যাম্পে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত রোববার দিবাগত রাত আড়াইটায় সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকের নেতৃত্বে একদল জলদুস্য সুন্দরবনে জেলে-বাওয়ালীদের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে র্যাবের ১টি দল খুলনার কয়রা উপজেলার মহেশ^রীপুরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জলদস্যু সিদ্দিক বাহিনীর প্রধান, সাতক্ষীরার শ্যামসগর উপজেলার মুন্সীগঞ্জের জুম্মান আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩০), কালিঞ্চির আকবার আলী দফাদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩৩) ও হরিনগরের আহম্মদ সরদারের ছেলে মহিদুল ইসলামকে ৩টি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ ও ২টি রামদাসহ আটক করা হয়। এ সময় আটক জলদুস্যদের উদ্ধৃতি দিয়ে আরও জানানো হয়, তাদের সাথে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।