Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকে শোকসভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে গত ২৮ ডিসেম্বর লরীর ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. সাইফুজ্জামান ও তাঁর দুই কন্যার মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা গতকাল এক শোকসভার আয়োজন করে। বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গনে কাউন্সিলের সভাপতি এইচ এম দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় নিহত সাইফুজ্জামানের বিভিন্ন পর্যায়ের সহকর্মী স্মৃতিচারণমূলক বক্তব্যে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তারা দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক লরীর চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের দাবী জানান। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান ও আহমেদ জামাল ও ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এস কে সুর চৌধুরীও বক্তব্য রাখেন। গভর্নর ফজলে কবির নিহত সাইফুজ্জামান ও তাঁর দুই মেয়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং দুর্ঘটনায় আহত সাইফুজ্জামানের স্ত্রী ও পুত্রের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ব্যাংকের পক্ষ থেকে করা হবে বলে জানান। শোকসভা সঞ্চালনা করেন কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংক

২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ