Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে রফতানি বেড়েছে দ্বিগুণ

বেনাপোল বন্দর

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে বাংলাদেশি পণ্য রফতানি বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা থাকায় রফতানি আয় বেড়ে হয়েছে দ্বিগুণ। রফতানি বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা আহরণ বৃদ্ধি পেয়ে তৈরি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। কাস্টমস সূত্র জানায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর প্রায় ৭ হাজার কোটি টাকা মূল্যের বাংলাদেশি পণ্য রফতানি হয় ভারতে। গত ৩ বছরে ভারতে রফতানি হয়েছে ১৮ লাখ ৫১ হাজার ২৫৭ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাট জাত দ্রব্য, ঝুট, সুপারি, তৈরি পোশাক, মাছ, কেমিক্যাল, মেহেগনী ফল, টুকরা কাপড়, চালের কুড়া, ঝাটার কাটি, সাবান ও প্লাস্টিক ডাস্ট উল্লেখ্যযোগ্য।
বেনাপোল আমদানি রফতানি কারক সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, ভারতের সাথে স্থলপথে যে বাণিজ্য হয় তার ৭০ শতাংশ হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় শুরু থেকে এ বন্দর দিয়ে দুই দেশের ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। কিন্তু ভারতীয় অংশে নানা হয়রানির কারণে ব্যাহত হচ্ছে রফতানি বাণিজ্য। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারতীয় পণ্যের রফতানি বাণিজ্যে সেদেশের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আগ্রহী হলেও বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তাদের আগ্রহ কম। ভারত অংশে অবকাঠামো উন্নয়ন ও হয়রানি কমলে বাংলাদেশি পণ্য রফতানিতে বাণিজ্য আরো গতিশীল হবে। রফতানি পণ্য বহনকারী বাংলাদেশি ট্রাক চালক আলিম মিয়া জানান, সুর্নিদিষ্ট অভিযোগ ছাড়া সব ধরনের রফতানি পণ্যবোঝাই ট্রাক তল্লাশির নামে হয়রানি করে থাকেন বিএসএফ সদস্যরা। মাঝে মধ্যে বাংলাদেশি ট্রাক চালকদের শারীরিক নির্যাতন করে থাকে। ফলে রফতানি বাণিজ্যে বাধা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ে ব্যাহত হচ্ছে রফতানি কার্যক্রম। ভারতীয় পেট্রাপোল বন্দরে লেবারদের হয়রানির কারণে রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল জানান, আগে অবহেলা ছিল রফতানি বাণিজ্যে। বর্তমান কাস্টমস কমিশনারের হস্তক্ষেপে রফতানিতে গতি ফিরেছে। তবে ভারতীয় অংশে হয়রানি বন্ধে সেদেশের কাস্টমস কর্তৃপক্ষ সন্তোষজনক সমাধানের আশ্বাস দিয়েছেন।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, গত ৩ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি আয় বেড়েছে দ্বিগুণ। পণ্য রফতানিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। রফতানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ইতোমধ্যে অফিসারদের নির্দেশনা দেয়া হযেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দর

১৩ জানুয়ারি, ২০২৩
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ