Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ৯:৪২ পিএম

‘বর্তমানে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, অর্থনীতি, মানব উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের পেছনে দেশের সরকারি কর্মচারীদের অবদান অপরিসীম। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে সকল সরকারি কর্মচারীদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।’- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেছেন।

আজ রোববার (২৯ ডিসেম্বর) সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত ‘ভিশন গার্ডেন’ এর উদ্বোধন এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের অন্যতম চালিকাশক্তি হচ্ছে সরকারি কর্মচারীরা। তাই দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীদের ব্যবস্থাপনার সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জনসেবার মনোভাব নিয়ে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা যাতে স্বচ্ছন্দে জীবন-যাপন করতে পারে এজন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। ভবিষ্যতে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায় কিনা সে বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণার্থীদের প্রতিষ্ঠানের প্রয়োজনানুযায়ী কর্মদক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তাই, আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত সক্ষম করে গড়ে তুলতে হলে প্রতিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে যাতে প্রশিক্ষণার্থীরা দ্রুততার সাথে সেবা প্রদানের পদ্ধতিসমূহ আয়ত্ত করতে পারে।

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেন এনডিসির সভাপতিত্বে এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

 



 

Show all comments
  • Miah Muhammad Adel ২৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ পিএম says : 0
    প্রধানমন্ত্রীর তোষামোদ কারীর আর ধামাধরার অভাব নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ