Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে ৬২ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির আয়োজনে পৌর সদর আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৬২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পৌর-নাগরিক কমিটির সভাপতি আতোয়ার রহমান সভাপতিত্বে গতকাল বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. রাফে খন্দকার শাহেনসাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও পৌর সভার মেয়র আ. ছাত্তার মিলন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানার ওসি আমিরুল ্ইসলাম, পৌর আ.লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ। এর আগে বীরমুক্তিযোদ্ধাদের সম্মনা ক্রেস্ট হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ