রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নং বাড়ির নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা প্রতিরক্ষা বাহিনীর সদস্য, ব্রিটিশ আর্মি ও বাংলাদেশ আর্মির সদস্য কুমিল্লার চৌদ্দগ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ইসলাম মিয়ার সঠিক মূল্যায়ন চায় তার পরিবার। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত মো. মোজাফফর আলীর পুত্র।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট ইসলাম মিয়া ১৯২৫ সালে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। দেশের প্রতি ভালোবাসা থেকে ১৯৪২ সালে ২২ নভেম্বর বৃটিশ সামরিক বাহিনীর (এমওডিসি) কোরে ভর্তি হন তিনি। ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর প্রতিরক্ষা বাহিনী হতে ল্যান্স নায়েক পদোন্নতি পান তিনি। দ্বিতীয় বিশ^যুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় বিভিন্ন কৃতিত্বের জন্য ডঅজ গঊউঅখ পদক, ঝওঞঅজ-ও-ঐঅজই পদক, ঞঅগএঅ-ঊ-ঔঅঘএ পদক ও ইঅজগঅ ঝঞঅজ পদক লাভ করেন। তিনি স্বাধীনতা সংগ্রামের অনিশ্চিত যাত্রায় সামরিক বাহিনীর সাথে থেকে ২নং সেক্টরে সম্মুখ সমরে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি ভারতের শরনার্থী ক্যাম্পে গিয়ে নিজেও উচ্চতর প্রশিক্ষণ নেন এবং বেসামরিক মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান করেন। ইতিহাসের অংশ হয়ে যাওয়া এই পরিবারের দাবি, মরহুম বীর মুক্তিযোদ্ধা ইসলাম মিয়াকে যেন বৃটিশ সেনা সদস্য ও বাংলাদেশ সামরিক বাহিনীর বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয় এবং তার সমাধিস্থলকে চিহিৃত করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা ইসলাম মিয়ার বড় ছেলে দেলোয়ার হোসেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও মাসিক প্রতিবন্ধী ভাতা ও সেনা অনুদানেরও দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাশেম বলেন, ‘সরকার মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল চিহিৃত করার প্রক্রিয়া হাতে নিয়েছে। ইতোমধ্যে চৌদ্দগ্রাম উপজেলার তিন শতাধিক মুক্তিযোদ্ধার তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।