Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতির ৬ হাজার ৪০৫ কি.মি. লাইন নির্মাণ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় ৬,৪০৫ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করে প্রায় চার লাখ বৈদ্যুতিক সংযোগ প্রদান করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। গত শনিবার ফুলবাগানস্থ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দফতর প্রাঙ্গনে আয়োজিত ৩৭ তম বার্ষিক সাধারণ সভায় সমিতির মহাব্যবস্থাপক মো. সোহরাব হোসেন তার বক্তব্যে এ তথ্য জানান। বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনে আরো জানানো হয়, দেশের অন্যতম প্রাচীন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিনামূল্যে ৫০ কিলোওয়াট লোড পর্যন্ত শিল্প ও বাণিজ্যিক সংযোগের ট্রান্সফরমার ও লাইন নির্মাণ করে দিচ্ছে। শিল্প ও বাণিজ্যের কার্যক্রমকে আরো গতিশীল করে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য এ সেবা প্রদান করা হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে সমিতি নাটোরের নলডাঙ্গা ও বাগাতিপাড়া উপজেলায় ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন দুইটি উপকেন্দ্র চালু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ