রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদক বিক্রেতাকে সাথে নিয়ে দুই পুলিশের নাচ গানের ঘটনায় জড়িত থাকায় ২ পুলিশ ক্লোজড করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শনিবার রাতে জেলা পুলিশ এক আদেশের মাধ্যমে তাদের ক্লোজড করা হয়। তারা হলেন এসআই সজিব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাস। জানা গেছে, আড়াইহাজার উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা একাধিকবার গ্রেফতার হয়া ব্যাক্তির সাথে ১টি বাড়িতে গানের আসর বসিয়ে রাতভর নেচে গেয়ে ফুর্তিতে মেতে ছিলেন পুলিশের দুই অফিসার। মাদক বিক্রেতার সাথে বসে গান গেয়ে আনন্দের সাথে থানার পুলিশের এসআই সজীব সরকার এর নিজের ফেসবুকের আইডি থেকে লাইভও করা হয়। এতে প্রচার হওয়ার কারণে বিষয়টি জানাজানি হয়ে যায়। গত ২৬ ডিসেম্বর ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে আড়াইহাজার উপজেলার যে কোনো ১টি বাড়িতে নাচ ও গানের আসর বসে। থানার এএসআই অজিত চন্দ্র বিশ্বাস বলেন, আমি জানতাম না ওখানে যারা আছে তাদের মধ্যে কেউ মাদক বিক্রেতা রয়েছে। থানার এসআই সজীব সরকার বলেন, আমি গানের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনেকেই এসেছে তাই গিয়েছি। আমি সকলকে চিনি না।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, বদলি হওয়া পুলিশ পুলিশলাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।