রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তেত্রিশ বছরের বিবাহিত যুবক শামসুজ্জামান। যে বয়সে স্ত্রী-সংসার ও কর্ম নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসক-হাসপাতালের পিছু ছুঁটছেন। রাজধানীর পান্থপথস্থ বিআরবি হাসপাতালে অনকোলজিস্ট বিভাগের চিকিৎসক প্রফেসর ডা. মো. মোফাজ্জেল হোসেন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, শামসুজ্জামান বøাড ক্যান্সারে আক্রান্ত, তার বøাড-ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তার উন্নত চিকিৎসা জরুরি, এতে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন।
প্রতি মাসে প্রায় ১২ হাজার টাকা চিকিৎসা বাবদ ব্যয় হবে এবং এ চিকিৎসা তিন বছর নিয়মিত চালাতে হবে। ইতোমধ্যে আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ করে প্রায় ৬ লাখ টাকা ব্যায় করে।
রাজধানীর কামরাঙ্গীচর থানার ৯০৪/১, ইসলামনগর, আশরাফাবাদ নিবাসী দরিদ্র মো. সিরাজুল ইসলামের ছেলে শামসুজ্জামান। সে একটি প্রাইভেট কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করে। তার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, ধনবান, হৃদয়বানদের কাছে চিকিৎসার সাহয্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মো. শামসুজ্জামান
হিসাব নং ২৫৫.১০৩.৬৮১৯৬,
ডাচ বাংলা ব্যাংক,
পান্থপথ শাখা, ঢাকা।
মোবাইল ০১৭১২৬০৪৪৮১ (বিকাশ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।