Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবরীর সিনেমার মাধ্যমে সঙ্গীত পরিচালক হচ্ছেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

৫২ বছর ধরে গান গাইছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এই পাঁচ দশকের বেশি সময় ধরে অন্যের সঙ্গীত পরিচালনায় গাইলেও এবার তিনি নিজেই সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। বরেণ্য অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরীর সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। সাবিনা ইয়াসমীন বলেন, এ পর্যন্ত অসংখ্য অনুরোধ পেয়েছি। তবে এবার আর কবরীর অনুরোধ ফেলতে পারিনি। তার অনুরোধ রাখতে কঠিন এই কাজটি হাতে নিয়েছি। আমি জানি, কাজটি অনেক কঠিন, তাই খুব সচেতনভাবেই করতে চাই। তিনি বলেন, আমার সুর ও সংগীতে অন্য শিল্পীরা গাইবেন, ভাবতেই আনন্দ লাগছে। রোমাঞ্চকর ব্যাপার! নতুন বছরে গান তৈরির কাজ শুরু হবে। পরিচালক যেহেতু কবরী, ফলে আমার কাজটা স্বাধীনভাবে করতে পারবো। কবরী বলেন, চলচ্চিত্রের অনেক কিছু নিয়ে আমি গবেষণা করি। যখন এই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিই, তখন কাকে সঙ্গীত পরিচালক হিসেবে নেয়া যায়, তা নিয়ে অনেক ভেবেছি। কলকাতা ও ঢাকা দুই জায়গা থেকেই চেষ্টা করেছি। একসময় ভাবলাম, আমাদের সময়ের কাউকে নেওয়া যায় কি না। দেখলাম, তারা সবাই অসুস্থ। এরপর হঠাৎ মাথায় এলো সাবিনা এক জীবনে এত গান গেয়েছে। এত এত গুণী সংগীত পরিচালকের সান্নিধ্য পেয়েছে। তার সংগীতের মেধাও আমাকে মুগ্ধ করেছে। তাহলে কেন সাবিনা ইয়াসমিন হবে না? ও আমার ভালো বন্ধুও। ভাবলাম, প্রস্তাব দিয়েই দেখি না! প্রস্তাবও দিলাম। তিনি রাজি হচ্ছেলিনই না। অনেক অনুরোধ করার পর একটা সময় রাজি হয়েছেন। আমার মনে হয়েছে, আমার সিনেমার গল্পের যে চাহিদা, তাতে সাবিনাই সবচেয়ে ভালো সঙ্গীত পরিচালনা করতে পারবেন। এটা আমার বিশ্বাস। কবরী জানান, ফেব্রæয়ারিতে শুরু হবে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ