Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে পারভেজের গান তোমাকে জানাই সালাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

আগামী বছরের মার্চ মাস থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই গান গাইছেন। সেই ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পারভেজ। গীতিকবি ও সুরকার শোয়েব চৌধুরীর কথা ও সুরে পারভেজ বঙ্গবন্ধু’কে নিয়ে ‘তোমাকে জানাই সালাম’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন। সঙ্গীতায়োজন করেছেন এরফান টিপু। গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে পারভেজ বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কন্ঠ দিতে পেরেছি। তাও আবার তার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে। এমন সুযোগ হয়তো জীবনে একবারই আসে। জাতির পিতাকে নিয়ে গান গাইতে গিয়ে গানের কথার মধ্যে বঙ্গবন্ধুকে সুরের মধ্যদিয়ে যে অনুভব করেছি, উপলদ্ধি করেছি তা আসলে ভাষায় প্রকাশের নয়। বঙ্গবন্ধু আমাদের জাতির জন্য যা করে গেছেন তা সারাজীবন অশ্রুবন্ধনা করলেও তার ঋণ শোধ হবে না। তার কাছে এই জাতি ঋণী। তাই তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। একজন শিল্পী হিসেবে তাকে নিয়েও লেখা গানে কন্ঠ দিতে পেরেও আমি ভীষণ সম্মানিত বোধ করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ