Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

২৭ ডিসেম্বর ছিল বৈশাখী টিভির সাফল্যের ১৫ বছর। বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলামের উপস্থাপনায় সকাল ১১টায় কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথিকে সাথে নিয়ে কেক কাটায় অংশ নেন বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, হেড অব নিউজ অশোক চৌধুরী, অনুষ্ঠান ও বিপনন উপদেষ্টা বেনু শর্মা, জিএম এডমিন সরদার রউফ, অনুষ্ঠান প্রধান আহসান কবির, প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান প্রমুখ। ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিরোদী দলীয় চীফ হুইপ জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, র‌্যাব প্রধান বেনজীর আহমেদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির জাতীয় পর্যায়ের রাজনীতিকগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, টিভি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও মিডিয়া অঙ্গনের অনেকেই। দিনব্যাপী চলে সরাসরি শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা বিনিময় পর্ব উপস্থাপনা করেন রুমানা আফরোজ ও অরলেন্দু গোমেজ। এর আগে ২৬ ডিসেম্বর দিবাগত ১২টা ০১ মিনিটে প্রথম প্রহরের কেক কাটেন মাননীয় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। যাদের সহযোগিতায় এই ১৫টি বছর পেরিয়ে এসেছি তাদের প্রতি আমাদেও কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা দেশের অগনতি দর্শকের প্রতি, যাদের অফুরন্ত ভালোবাসায় আজও আমরা সাফল্যের পথে এগিয়ে চলেছি। আগামীতেও এমনিভাবে তারা আমাদের পাশে থাকবেন তেমন প্রত্যাশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ