Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনন্দ শিলার ভূমিকায় আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চলচ্চিত্র সমালোচক রাজিব মাসান্দ এক অনুষ্ঠানে নিশ্চিত করেছেন আলিয়া ভাট শকুন বাত্রার পরিচালনায় একটি চলচ্চিত্রে মা আনন্দ শিলার (ছবিতে ইনসেট) ভূমিকায় অভিনয় করবেন। আনন্দ শিলা ছিলেন বিতর্কিত হিন্দু ধর্মগুরু রজনীশ ওরফে ওশো’র ব্যক্তিগত সহকারী। আলিয়া এর আগে ওশোকে নিয়ে নেটফ্লিক্সের ২০১৮ সালের ছয়-পর্বের একটি সিরিজে অভিনয় করেছিলেন। এক সাক্ষাতকারে আলিয়ার উপস্থিতিতে মাসান্দ বলেন, “আমি জানি শকুন আলিয়াকে মা শিলার ভূমিকায় বাছাই করেছেন”, আলিয়া এ সময় না শোনার ভান করে অন্য দিকে মুখ ফেরান। মাসান্দ বলেন, “আমি জিজ্ঞাসা করছি না, কখনও কখনও আমরা গোপন খবর আগেই জেনে যাই।” শুকন বাত্রার চলচ্চিত্রটি আদৌ পূর্ণাঙ্গ ডকু-ফিচার হবে নাকি ফিকশন ফিচার হবে এখনও নিশ্চিত হয়নি। নভেম্বরে নেটফ্লিক্স আনন্দ শিলার জীবন অবলম্বনে একটি প্রামাণ্য চলচ্চিত্রের টিজার প্রকাশ করে। করণ জোহর এই প্রামাণ্যটি প্রযোজনা করছেন। ২০১৮তে গুজব রটে শুকন বাত্রা হিন্দু ধর্মগুরু শ্রী রজনীশ ওরফে ওশো এবং তার ব্যক্তিগত সহকারী আনন্দ শীলাকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। সেই সময় জানা যায় আমির খান রজনীশের ভূমিকায় আর আলিয়া আনন্দ শিলার ভূমিকায় অভিনয় করবেন। জানা গেছে আনন্দ শিলা স্বয়ং তার ভূমিকায় আলিয়াকে নেয়া হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা এই চরিত্রটি করবেন বলে এর আগে শোনা যাচ্ছিল, তবে শিলা তাতে বিরোধিতা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ