রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারের পার্শ্ববর্তী (ওয়াহেদাবাদ গ্রাম) কৃষক মো. সগীর খার (৪৫) বসত ঘর গতকাল শনিবার সকাল ৯টার দিকে আগুন লেগে সম্পূর্ণ ভষ্মিভূত হয়। আগুনে নতুন ঘর তোলার জন্য ঘরে রাখা নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা, জমির দলিলপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক। সগীর খাঁ ওয়াহেদাবাদ গ্রামের মৃত আ: জব্বার খাঁর ছেলে। তার স্ত্রী জাহানারা বেগম ৪ বছর ধরে সৌদী প্রবাসী। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিভে যাওয়ার পর ঘটনা স্থলে পৌছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকালে চুলায় রান্না করে খেয়ে সগীর মিরুখালী বাজারে সবজি বিক্রি করতে যায় এবং একমাত্র সন্তান রুবেল স্কুলে যায়। এসময়ে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘরে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।