Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফদিরগঞ্জে এম শফিকুর রহমান এমপি

যেসব শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে চলছে তাদের উৎসাহিত করতে হবে

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম ভরে গেছে। এগুলোকে সঠিকভাবে তদারকি করতে হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো ও সঠিকভাবে চলছে, তাদের উৎসাহিত করতে হবে। আবার যারা নৈতিক অবক্ষয়ের সাথে যুক্ত তাদের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। তিনি আরও বলেন, কিছুদিন আগে ফরিদগঞ্জের জামায়াত নিয়ন্ত্রিত ৭/৮টি স্কুল মাদরাসা এমপিওভুক্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে অনুরোধ জানাই, আপনি চাঁদপুরের সন্তান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান জামায়াত নিয়ন্ত্রিত এমপিওভুক্ত হয়েছে সে ব্যাপারে ব্যবস্থা নিবেন। গত শুক্রবার সকালে উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ পর্যায়ের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, চান্দ্রা কলেজকে এগিয়ে নিতে আমরা সকলে চেষ্টা করবো এ প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একে আরো ভালভাবে চলতে সহায়তা করতে হবে। ডিগ্রি পর্যায়ে উন্নিত করার মাধ্যমে শতবর্ষী এ প্রতিষ্ঠানটিকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে। সভায় কলেজের অধ্যক্ষ শাহ্ মো. মকবুল আহ্মদের সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব কামরুল হাসান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গর্ভনিং বডির সভাপতি আ. রাজ্জাক টুটুল, বিএমএম সাবেক সভাপত ডা. হারুন অর রশিদ সাগর, আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, থানা অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানা মো. আবদুর রাকিব, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন বাহার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ