Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কাপ্তাই উপজেলার পরিস্কার-পরিচ্ছন্নতা একঝাক তরুণ-তরুণীর ব্যাতিক্রধর্মী আয়োজন প্রশংসা কুড়িয়েছে উপজেলা প্রশাসন তথা এলাকাবাসির। কাপ্তাই উপজেলার কলেজ পড়–য়া ১৫/২০জনের একটি গ্রæপ সিদ্বান্ত নিয়েছে অবসর সময়ে সবাই মিলে সমাজের কিছু একটা কড়বে। সিদ্বান্ত অনুযায়ী মনস্থির করল এলাকা বা সমাজের চার-পাশ পড়ে থাকা ময়লা আর্বজনা সকলে মিলে পরিস্কার পরিচ্ছন্ন করবে। সবাই মিলে তাদের দলটির নাম দিল স্বপ্নচুড়া ফাউন্ডেশন। দু’মাসের মধ্যে এ স্বপ্নচুড়া ফাউন্ডেশন প্রথমে চিৎমরম মজসিদ এলাকা, সুইডিশ পলিটেকনিক এলাকা, উপজেলা প্রশাসন এলাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাসহ বেশ কয়েকটি স্থানে সকলে মিলে ময়লা-আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা করে এলাকা আর্বজনা মুক্ত করেছে। এছাড়া এ স্বপনচুড়া ফাউন্ডেশন একজন লিভার আক্রান্ত রোগীর জন্য টাকা সংগ্রহ করে তার চিকিৎসার ব্যয়বার বহন করেছে বলে উল্লেখ করেন। স্বপ্নচুড়া ফাউন্ডেশনের আহবায়ক সোহেল বলেন, কাপ্তাই ফাউন্ডেশন প্রত্যয় পরিবেশ গড়বো পরিচ্ছন্ন সুস্থ সুন্দর জীবন গড়বো অবশ্যই। পরিস্কার পরিচছন্ন ঈমানের অঙ্গ অন্যের দোষ না ধরি শুরুটা না হয় নিজেরাই করি। এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল (ইউএনও) বলেন, একঝাঁক কলেজ পড়–য়া তরুণ-তরুণী খারাপ পথে না গিয়ে তারা অবসরে এলাকার ফেলে রাখা ময়লা অর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন করে চলছে তা প্রশংসার দাবিদার। আমি আশা করি এ ভালো কাজ তারা অব্যাহত রাখবে এতে করে সমাজ উপকৃত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ