Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরফ্যাশনে বাউন্ডারি ওয়াল ভেঙে দিলো দখলদার

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চরফ্যাশনের চরশশীভূষণ মৌজার পারভেজ গংরা জোরর্পূক নুর উদ্দিনের ক্রয়কৃত সম্মত্তির বাউন্ডারি ওয়াল ভেঙে দিয়েছে। এ বিষয়ে শশীভূষণ থানায় অভিযোগ দাখিল করেছেন। জানা যায়, চরশশীভূষণ মৌজার ২১৫০ দাগের ২১৩৪ খতিয়ানের ৪ শতক জমি ক্রয়সূত্রে মালিক রয়েছেন। জমি পারভেজের বাবা নুরুল ইসলাম ডাক্তার থেকে দলিল নং ৮৬ তারিখ ৮ জানুয়ারি ২০১৮ তারিখে ক্রয় করেছেন। ওই জমির পরিচিত ছিলেন পারভেজ নিজে। পারভেজ ওই বিষয়ে নুর উদ্দিনের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নিকট আবেদন করলে তিনি ওসি শশীভূষণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে নির্দেশ প্রদান করেছেন। ওসি মনিরুল ইসলাম গত ২৪ ডিসেম্বর জমি মেপে বুঝিয়ে দেয়া হলে পারভেজ তা ভেঙে দেয়। এই ব্যপারে জমির মালিক নুর উদ্দিন সঠিক বিচার দাবি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ