Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনের নিষিদ্ধ গরান কাঠসহ আটক ১

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ৩:১২ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান কাঠসহ নুরুজ্জামান গাজী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাচার ও বহনের অভিযোগে নুরুজ্জামানকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়েরের পর তাকে শ্যামনগর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশ দিয়ে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির শত শত মণ কাঠ পাচার হচ্ছে। অভিযোগ রয়েছে, বন বিভাগের মুষ্টিমেয় দুর্নীতিগ্রস্ত কর্মচারীর সহায়তায় দুষ্টচক্র সুন্দরবনের এসব কর্তন নিষিদ্ধ কাঠ পাচার করে থাকে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ