Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন

খতমে নবুওয়ত সম্মেলনে মধুপুর পীর সাহেব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কাদিয়ানী সম্প্রদায় মুসলমানদের ঈমান আক্বীদা বিনষ্ট করছে। কাদিয়ানীরা রাসূল (সা.) কে শেষ নবী মানে না। কাদিয়ানীরা কাফের। অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। মঙ্গলবার রাতে নগরীর চকবাজার চত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত খতমে নবুওয়ত সম্মেলনে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এসব কথা বলেন।
ঢাকা মহানগরী সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আশহাদ রাশিদী, সংগঠনের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান, ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা মুফতী জাকির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এস এম শামসুল আলম চৌধুরী নানুপুরী, মুফতী আতাউর রহমান খান, আমরা ঢাকাবাসীর মহাসচিব আলহাজ জামাল নাসের চৌধুরী, মুফতী সাইফুল ইসরাম মাদানী, মাওলানা যোবায়ের আহমদ, মুফতী মুহিউদ্দিন হেলালী ও মাওলানা শহীদুল আনোয়ার।
মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে সরকার কেন গড়িমসি করছে তা আমাদের বুঝে আসছে না। তিনি বলেন, কাদিয়ানীদের বিতর্কিত সমস্ত বই পুস্তক লিফলেট বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। মুফতী ওয়াক্কাস বলেন, বিশ্বের ৫৫টি দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে। দেশ ও জাতির স্বার্থে সরকারকেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা বেলায়েত আল ফিরোজী বলেন, সারাদেশের মুসলমানদের উচিত খতমে নবুওয়ত আন্দোলনে শরীক হয়ে পথভ্রষ্ট কাফের কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে বাধ্য করা। তিনি জাতীয় সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে বিল উত্থাপনের জোর দাবি জানান।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি : এদিকে, গতকাল সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরস্থ মক্কীনগর মাদরাসায় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে খতমে নবুওয়ত শীর্ষক মতবিনিময় সভায় মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেন, কাদিয়ানী সম্প্রদায় এদেশে মুসলমানদের ঈমাদ আক্বীদা ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এরা কাফের। কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে। তিনি বলেন, আমাদের আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন নয়; আমাদের আন্দোলন দেশ, জাতি ও ইসলাম বিরোধী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবির আন্দোলন। এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা ইউনুস কাশেমী, মুফতী মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা মুফতী আব্দুল আলিম নেজামী, আমরা ঢাকাবাসীর সভাপতি আলহাজ শামসুল হক, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আহমাদুল্লাহ ও মাওলানা আব্দুর রশিদ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ