Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১:০৯ পিএম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পন শেষে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

এরআগে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

ইভিএম এর মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ হবে- নির্বাচন কমিশনারের এই বক্তব্যে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ইভিএমকে আমরা প্রত্যাখান করেছি। বলেছি, ইভিএমে ভোট সঠিক হবে না। কারণ ইভিএমে ভোট হলে জনগণের রায় প্রতিফলিত হবে না। সুতরাং নির্বাচন ( ঢাকা সিটি করপোরেশন নির্বাচন) সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। কারণ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে এখন পর্যন্ত কোন নির্বাচন সুষ্ঠু হয়নি।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি নির্বাচনের বিষয়ে আমরা যখন ঘোষণা দেই, তখন পরিষ্কারভাবে বলেছি, বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। আর সেই নির্বাচনে জনগণের যে রায়, সেই রায় প্রতিফলিত হয় না। তারপরও যেহুত আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেই কারণে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।

নতুন বছরে বিএনপির প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, নতুন বছরে প্রত্যাশা থাকে। আর নতুন বছরে আমরা মনে করি যে, এই বছরে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করবে এবং অসত্য ও অসুন্দরকে পরাজিত করবে। আর সত্য, সুন্দর ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে এবং খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছি, বাংলাদেশ যে গণতন্ত্রবিহীন অবস্থায় রয়েছে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা শপথ নিয়েছি। আমরা শপথ নিয়েছি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আনতে আমরা সংগ্রাম করবো। ঐক্য গড়ে তোলা হবে। আর সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করা হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

এসময় বিএনপি নেতা আমান উল্লাল আমান, শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • RAKHA ২৬ ডিসেম্বর, ২০১৯, ১০:১৩ এএম says : 0
    আওয়ামীলীগের লেজু লেজু BNP মহা সচিবকে আগামী ৪ বৎসরের জন্য হিমঘরে রাখা হউক এটা বাংলাদেশের জাতীয়তাবাদীমনা জনগনের দাবী ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ