Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুরদের ওপর হামলা, ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১:০০ পিএম

ডাকসু ভিপি নুরুল হক নুর এবং তার সঙ্গীদের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার গায়েব হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। ডিএমপি কমিশনার বলেন, ভিপি নুরের করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তা ছাড়া মারমুখী হওয়া আর মারধরে অংশ নেয়া দুটি এক বিষয় নয়।

আজ বুধবার শুভ বড়দিন উপলক্ষে রাজধানীর বনানীতে হোলি স্পিরিট গির্জা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হামলার ঘটনায় করা মামলার তদন্ত চলছে জানিয়ে, ডাকসুতে বাতি নিভিয়ে ভিপি নুরসহ তার সঙ্গীদের ওপর নারকীয় হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেছেন ভিপি নুর। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। মঙ্গলবার সন্ধ্যায় নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

এ ছাড়া নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় পুলিশের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা আল মামুন, ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাসান শান্তকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।



 

Show all comments
  • ahammad ২৫ ডিসেম্বর, ২০১৯, ৩:২০ পিএম says : 0
    জনাব,শুধু আশ্বস দিয়ে জনগনকে বোকা বানানোর চেষ্টা না করাই উওম। দেখেশুনে কেহুই নিজের পায়ে নিজে কুঠাল মারে না। হামলা করীরা দলীয় মদদে চিন্নিত সন্ত্রাসী, পেপার পএিকায় সবার নাম ও ছবি এসেছে। তাই নতুন করপ ফুটেজের জন্য তালবাহানা করে সময় খে্পন করার দরকার আছে বলে মনে হয় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএমপি কমিশনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ