Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে চারটি ইটভাটাকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় চারটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এনআরবি ব্রিকস, পিআরবি বিকস, এমআরবি ব্রিকস ও এমএমকে ব্রিকস নামে চারটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি আরো বলেন, যে সকল ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও বৈধ কোন কাগজপত্র নেই সে সকল ইটভাটাতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেনÑ নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, পরিদর্শক মইনুল হক, আব্দুল গফুর, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ