পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে। ওই দিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন বসবে। এটা নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন।
গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে এই অধিবেশন আহŸান করেছেন। এই অধিবেশন কত দিন চলবে তা জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। তবে বছরের প্রথম অধিবেশন সাধারণতঃ দীর্ঘ হয়ে থাকে।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণ দিয়ে থাকেন। অধিবেশন শুরুর দিন প্রেসিডেন্ট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ও আগামী দিনের নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্টের ভাষণ অনুমোদিত হয়েছে। প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।