Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব খানের বাড়ি নির্মাণের ইট গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বায়ু দুষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানীর নিকেতনে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল নিকেতন এলাকার ২ নম্বর গেট সংলগ্ন ৮ নম্বর রোড থেকে এই অভিযান শুরু করা হয়। এই এলাকায় নির্মাণাধীন ভবণের সামনে রাখা ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর কারণে পরিবেশ, বায়ুদূষণ হচ্ছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করা হয়। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রট। অভিযানের একপর্যায়ে নিকেতনের একটি নির্মাণাধীন বাসার সামনে (বøক-ই, রোড ৬ এর হোল্ডিং-১) ইট, বালু দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসি বুলডোজার দিয়ে এসব গুঁড়িয়ে দেয়। এসময় নির্মাণাধীন ১০ তলা ভবন ঘিরে রাখা টিনের বেড়া ভেঙে যায়। জানা যায়, নির্মাণাধীন ১০ তলা ভবনটি চিত্রনায়ক শাকিব খানের। ভবনটির কেয়ারটেকার মনির হোসেন বলেন, একটা নির্মাণাধীন বাড়ির সামনে যদি এসব ইট, বালু না রাখা যায়, তাহলে কোথায় রাখব? এসব তো ভেতরে ঢোকানোর সুযোগ দিতে হবে। সিটি করপোরেশন কোনো সুযোগ না দিয়ে এগুলো গুঁড়িয়ে দিয়েছে। তিনি জানান, নির্মাণাধীন এই বাড়িটির মালিক নায়ক শাকিব খানের। সিটি কর্পোরেশন যদি আমাদের সুযোগ দিত, তাহলে আমরা এসব ইট-বালু ভবনের ভেতরে নিয়ে নিতাম। তারা আমাদের কোনো সুযোগ দিল না। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নিকেতনে শাকিব খানের নির্মাণাধীন এই ভবনটিতে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তপক্ষ (রাজউক)। সেসময় নকশাবহির্ভ‚ত ভবনের অতিরিক্ত অংশ অপসারণে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের অংশ হিসেবে নিকেতন নায়ক শাকিব খানের নির্মাণাধীন ১০ তলা ভবনটি নকশাবহির্ভ‚তভাবে নির্মাণের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।



 

Show all comments
  • আবেদ খান ২৫ ডিসেম্বর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    বিষয়টি ঠিক বুঝলাম না
    Total Reply(0) Reply
  • নাজিম উদ্দিন ২৫ ডিসেম্বর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    সবাই তো এভাবেই রাখে
    Total Reply(0) Reply
  • প্রিন্স আপন ২৫ ডিসেম্বর, ২০১৯, ১:৫২ এএম says : 0
    এটা শাকিব বিরোধীদের ইন্ধনে হচ্ছে বলে আমার ধারণা
    Total Reply(0) Reply
  • অজিত ২৫ ডিসেম্বর, ২০১৯, ১:৫২ এএম says : 0
    তাকে সময় দেয়া যেতো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ