Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নতুন ধারাবাহিক নাটক সুলতান ভাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

একুশে টিভি’তে প্রচারের জন্য নির্মিত হচ্ছে মেগা ধারাবাহিক ‘সুলতান ভাই’। পুরান ঢাকার ভাষায় নির্মাণ চলতি এই ধারাবাহিকটির গল্প রচনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। নাটকটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন ফরিদুল হাসান। নাটকের গল্পের আকর্ষণ তিন বোন মোনালি, চামেলী ও সোনালী। এই দিন বোনের চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন নাজিরা মৌ, নাফা ও পূর্ণিমা বৃষ্টি। এরইমধ্যে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে ও একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। নাটকটি পরিচালনা করছেন নাসির উদ্দিন মাসুদ। নাটকটি প্রসঙ্গে উপদেষ্টা পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘তিন বোনের চরিত্রে নাজিরা মৌ, নাফা ও পূর্ণিমা বৃষ্টি খুব ভালো অভিনয় করেছেন। ধারাবাহিকটি নির্মাণের ক্ষেত্রে আমি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছি। সে হিসেবে আমি তাদের অভিনয়ে সন্তুষ্ট।’ অভিনেত্রী নাজিরা মৌ বলেন, ‘পুরান ঢাকার ভাষায় এবারই প্রথম অভিনয় করছি। যে কারণে শুরুতে পুরান ঢাকার ভাষায় সংলাপ বলতে কষ্ট হলেও বেশ কয়েকটি পর্বের কাজ করার পর ভাষা আয়ত্তে¡ চলে আসে। আমার চরিত্রটি ভীষণ উপভোগ করছি। নাফা বলেন, ‘নাটকটিতে আমি চামেলী চরিত্রে অভিনয় করছি। তিনজনই কাজটি ভীষণ উপভোগ করছি। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ফরিদুল হাসান ভাইয়ের তত্ত্বাবধানে এবারই প্রথম আমি কোন ধারাবাহিক নাটকে কাজ করছি। সুলতান ভাই ধারাবাহিকের গল্প আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। নিজের চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ