Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আই চত্বরে বিটিভির ৫৬তম জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আজ ২৫ ডিসেম্বর বিটিভির ৫৬তম জন্মদিন। ১৯৬৪ সনের এদিনে পথচলার যাত্রা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতি বছরই তাদের দায়বদ্ধতা থেকে বিটিভির জন্মদিনে নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করে আসছে বিশেষ অনুষ্ঠানের। চ্যানেল আই’র এ আয়োজনের ফলে দীর্ঘ দিনের বন্ধু ও সহকর্মীকে কাছে পাবেন বিটিভির মহা-ব্যবস্থাপকসহ বিটিভি’র সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা। বিটিভির জন্মদিনে চ্যানেল আই’র নিয়মিত আয়োজন ‘গানে গানে সকাল শুরু’র এদিনের পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছে। আয়োজনে থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক পরিবশেনা এবং সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত পরিবেশনা। এছাড়া প্রবীন ও নবীন শিল্পীদেরও পরিবেশনা থাকবে। বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করবেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অতিথি আপ্যায়নে থাকবে চা, পিঠা-পুলি, আলুর দম ও লুচি। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। অনুষ্ঠানটি সকাল ৭.৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ