Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফ-রানি জুটি হয়ে ফিরছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

‘হাম তুম’ ফিল্মের জুটি সাইফ আলি খান আর রানি ‘বান্টি অওর বাবলি’র সিকুয়েলে জুটি হয়ে ফিরবেন বলে নিশ্চিত হয়েছে। ‘বান্টি অওর বাবলি টু’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াগ। ‘বান্টি অওর বাবলি’র জুটিকে সিকুয়েলে ফিরিয়ে আনার প্রয়াস যশ রাজ ফিল্মসের জন্য নিঃসন্দেহে কাস্টিং ক্যু। সাইফ-রানি ‘বান্টি অওর বাবলি’ এবং ‘হাম তুম’ ছাড়াও ‘তা রা রাম পাম’ ফিল্মে জুটি হয়ে অভিনয় করেছেন। সন্দেহাতীত কেমিস্ট্রির এই জুটি ১১ বছর পর আবার জুটি হয়ে ফিরছেন। মূল কাহিনীয় ১০ বছর পর ‘বান্টি অওর বাবলি টু’র কাহিনী দুই জোড়া বান্টি-বাবলিকে নিয়ে। যশ রাজ এর আগে জানিয়েছিল নতুন এক জুটির পরিচয় করিয়ে দেবে তারা। এই জুটির একজন ‘গালি বয়’খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী এবং অন্যজন নবাগত শর্বরী। সাইফ আলি খান এই প্রসঙ্গে বলেছেন, “একেবারে আনকোরা কাহিনী এই ‘বান্টি অওর বাবলি টু’র। এর চিত্রনাট্য অভিনব, তাৎক্ষণিকভাবে আমাকে আকৃষ্ট করেছে। পূর্ণাঙ্গ বিনোদনধর্মী ফিল্মটি পরিবারের সবার সঙ্গে দেখা যাবে। কাহিনী একবারে নতুন মজার আর ধরে রাখার মত। যশ রাজ ফিল্মসের হয়ে আবার কাজ করার সুযোগ পেয়ে ঘরে ফেরার অনুভূতি হচ্ছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ