Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকলায় পলিথিন বিক্রি মজুদে ৩ ব্যবসায়ীর কারাদন্ড

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শেরপুরের নকলায় নিষিদ্ধ পলিথিন বিক্রয়, মজুদ, বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার ও সরবরাহের অপরাধে ৩ ব্যবসায়ীকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন বানেশ্বরদী ইউনিয়নের দক্ষিণ বানেশ্বরদী এলাকার মৃত আকাব্বর আলীর ছেলে মো. খোকন মিয়া (৩৫), একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন (৪০) ও নকলা পৌরসভাধীন কায়দা এলাকার দারোগ আলীর ছেলে মো. ফারুক মিয়া (৪০)। গত সোমবার রাতে নকলার মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কোনো নিষিদ্ধ পণ্য মজুদ, বাণিজ্যিক উদ্দেশ্য সরবরাহ, ক্রয়-বিক্রয়ের বিষয়ে সাবধান হতে পরামর্শ প্রদান করা হয়। এ সময় পুলিশ সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা নকলা থানা হেফাজতে আছে। গতকাল মঙ্গলবার সকালে শেরপুর আদলতে প্রেরণ করা হয়েছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ইউএনও জাহিদুর রহমান বলেন, জনজীবন ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ব্যবসায়ীরা হয়তোবা দেশ ও জাতির চিন্তা না করে, শুধু নিজেরা মুনাফা অর্জন করতে নিষিদ্ধ পণ্য বিক্রি করবে বা করার চেষ্টা করবে, তাই ক্রেতাসহ সর্বসাধারণকে আরও সচেতন হতে পরামর্শ দেন তিনি। যে কোনো ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও পুলিশ বিভাগের কর্মকর্তাগন সদাতৎপর রয়েছেন বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ