Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্ছেদে খুশি এলাকাবাসী

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সম্পূর্ণভাবে বেদখল হয়ে থাকা শেরপুরের নকলা উপজেলার সুতীনালী নদীকে দখলমুক্ত করতে ২য় দিনের মতো অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নদীটিকে দখলমুক্ত করার কাজ শুরু করায় এলাকাবাসী অনেক খুশি। এলাকাবাসীর দাবি, বহুদিন ধরে নদীটির নাব্যতা না থাকায় তারা নানা সমস্যায় আছে। এবার তারা নদীটিকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। এ নদীকে দখলমুক্ত করার জন্য এলাকাবাসীসহ শেরপুর জেলা উদ্যোগ মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। এলাকাবাসী দখলমুক্ত শুরু হয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এব্যাপারে স্থানীয় রফিক মিয়া জানান, আমরা খুব খুশি, এ নদীকে দখল মুক্ত করায়। তবে আমাদের দাবি হচ্ছে, এ নদীকে যেন সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ