রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোরের শার্শায় ৫৭৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। গত সোমবার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।
শরিফুল নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর মোল্লাপাড়ার মৃত আজিজুর রহমান মোল্লার ছেলে। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় স্থানীয়রা নাভারণ বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় তাকে চিকিৎসা দিতে গেলে তার বাম হাতে জড়ানো অবস্থায় অ্যাংলেটের ভেতর ১টি স্বর্ণের বার দেখতে পাই। এ সময় আমি ও স্থানীয়রা থানায় সংবাদ দেই। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে স্বর্ণের বারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরিফুল ইসলামকে কেউ চেতনানাশক কিছু খেয়েছে বলে মনে হয়।
শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার বলেন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামের ফোন পেয়ে আমরা স্বর্ণের বারটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।