Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভিতে প্রথমবারের মত খল ভূমিকায় ঐশ্বর্য সাখুজা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অভিনেত্রী ঐশ্বর্য সাখুজা তার দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত পজিটিভ ভূমিকায়ই অভিনয় করে এসেছেন, এই প্রথম তিনি কোনও টিভি সিরিয়ালে খল ভূমিকায় অভিনয় করবেন। একতা কাপুরের ‘ইয়ে হ্যায় চাহাতেঁ’ সিরিয়ালে তার চরিত্রটি খল হবে বলে জানা গেছে। স্টার প্লাসের আসন্ন এই সিরিয়ালে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন ঐশ্বর্য। “আমি বালাজির অনেক সিরিয়ালের জন্য অডিশন দিয়েছি আর যখনই আমি কোনও খল ভূমিকার জন্য এমন অডিশন দিয়েছি আমাকে পজিটিভ দেখায়। তাই এই চরিত্রটির জন্য যখন আমাকে নির্বাচন করা হল, আমি তাদের বললাম, নয় কেন? আমাকে বলা হয়েছে, একসময় আপনি বুঝতে পারবেন এই চরিত্রটির জন্য কেন আপনাকে বাছাই করা হয়ে। আর আমি তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি। তারা আসলে দর্শকদের জন্য চমক সৃষ্টি করতে চায়, আর তারা এবার ঠিক তাই করতে যাচ্ছে।” “আমি এখনও ঠিক করার চেষ্টা করছি কিভাবে কাজটি করব, আর আমার টিম আমাকে সহায়তা করছে। প্রতি দুই বাক্যের পরই আমি পজিটিভ হয়ে যাই, তবে আমাকে পথ দেখাবার জন্য মানুষ আছে তারা সাহায্য করছে,” ঐশ্বর্য বলেন। ‘ইয়ে হ্যায় চাহাতেঁ’ সরগুন কওর লুথরা এবং আবরার কাজি অভিনীত স্টার প্লাসের জনপ্রিয় ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ সিরিয়ালের স্পিন-অফ। সরগুন ও আবরার এই সিরিয়ালেও প্রধান ভূমিকায় অভিনয় করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ